
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে প্রাক্তন আমলারা চিঠি লিখলেন। সেই চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। তাতে সই করেছেন ১০২ জন প্রাক্তন আমলা। তাঁরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাজ করেছেন। কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না থাকলেও, দেশের সংবিধানের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা।
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি সাধারণ নাগরিকদের আস্থা ধরে রাখার জন্য প্রতিষ্ঠানগুলিকে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন তাঁরা। সঙ্গেই দাবি জানিয়েছেন, ধারাবাহিকভাবে ভোটারদের তথ্য শেয়ার করার মাধ্যমে প্রক্রিয়াটির নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করতে হবে।
ভোটারদের শঙ্কা দূর করতেও কমিশনকে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে।
অভিযোগ, অতীতের কোনও নির্বাচন কমিশনই দায়িত্ব পালনে বর্তমান কমিশনের মতো অনীহা প্রকাশ করেনি।